May 13, 2024, 7:55 pm
সর্বশেষ:
মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টি বিষয়ক আলোচনা সভা সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় সাংবাদিক সমিতির মিলনমেলা ও মতবিনিময় সভা সোনারগাঁ জালিয়াতি মামলায় দলিল লেখক মহসিন ভূঁইয়া কারাগারে শরণখোলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত এসএসসি ও সমমানের ফলাফল-২০২৪ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে কৃষক সমাবেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার দাবির প্রতীকী ভোটে প্রস্তাব পাস

আমিরাতে প্রবাসী শিশুদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

  • Last update: Sunday, April 10, 2022

পবিত্র রমজান মাস হলো কোরআন চর্চার মাস। মুসলমানরা মাসজুড়ে বিশুদ্ধ তেলাওয়াত শিখার উদ্দেশ্যে নানা উদ্যোগ নেন। বিশুদ্ধভাবে পবিত্র কোরআন শিখা সবার জন্য আবশ্যক। আমিরাতে বাংলাদেশি শিশুদের হৃদয়ে পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি ও কুরআনে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সচেতন প্রবাসীদের দায়িত্ব।

গতকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর উদ্যোগে প্রবাসী বাংলাদেশি শিশুদের নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন৷

উদ্বোধনী অনুষ্ঠানে ফোরামের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব কাজী ফয়সাল। মুহাম্মদ ইসমাইল ও তরিকুল ইসলাম শামীমের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এমএ বাশার, জসিম মল্লিক, জাফর চৌধুরী, সাংবাদিক সিরাজুল হক, সাংবাদিক শিবলী আল সাদিক, আবু বকর, কাজী ইসমাইল, কবি ওবায়দুল হকসহ কমিউনিটি, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

শারজায় অনুষ্ঠিত উদ্বোধনী দিনে প্রথম পর্বের তিন বিভাগে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ পূর্বে রেজিস্ট্রেশন করা প্রথম পর্বের অন্যান প্রতিযোগীদের অনলাইনের মাধ্যমে পর্যায়ক্রমে তেলাওয়াত শুনবেন তিন বিজ্ঞ বিচারক৷ আগামী ২৪ রমজান গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC