পবিত্র রমজান মাস হলো কোরআন চর্চার মাস। মুসলমানরা মাসজুড়ে বিশুদ্ধ তেলাওয়াত শিখার উদ্দেশ্যে নানা উদ্যোগ নেন। বিশুদ্ধভাবে পবিত্র কোরআন শিখা সবার জন্য আবশ্যক। আমিরাতে বাংলাদেশি শিশুদের হৃদয়ে পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি ও কুরআনে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সচেতন প্রবাসীদের দায়িত্ব।
গতকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর উদ্যোগে প্রবাসী বাংলাদেশি শিশুদের নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে ফোরামের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব কাজী ফয়সাল। মুহাম্মদ ইসমাইল ও তরিকুল ইসলাম শামীমের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এমএ বাশার, জসিম মল্লিক, জাফর চৌধুরী, সাংবাদিক সিরাজুল হক, সাংবাদিক শিবলী আল সাদিক, আবু বকর, কাজী ইসমাইল, কবি ওবায়দুল হকসহ কমিউনিটি, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
শারজায় অনুষ্ঠিত উদ্বোধনী দিনে প্রথম পর্বের তিন বিভাগে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ পূর্বে রেজিস্ট্রেশন করা প্রথম পর্বের অন্যান প্রতিযোগীদের অনলাইনের মাধ্যমে পর্যায়ক্রমে তেলাওয়াত শুনবেন তিন বিজ্ঞ বিচারক৷ আগামী ২৪ রমজান গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।