May 13, 2024, 3:20 am
সর্বশেষ:
সোনারগাঁ জালিয়াতি মামলায় দলিল লেখক মহসিন ভূঁইয়া কারাগারে শরণখোলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত এসএসসি ও সমমানের ফলাফল-২০২৪ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে কৃষক সমাবেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার দাবির প্রতীকী ভোটে প্রস্তাব পাস চট্টগ্রামের লোহাগাড়ায় যুবদল নেতা মুসলিম উদ্দিন গ্রেপ্তার বান্দরবানে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বীজ ও সার বিতরণ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ

আমিরাতে বৃহত্তর ফরিদপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • Last update: Sunday, April 10, 2022

অনন্য সাধারণ ও মহিমান্বিত মাস হলো পবিত্র রমজান মাস। সারা বিশ্বের মুসলিমদের জন্য সিয়াম সাধনার পবিত্রতম মাস এটি। কোরআনে আল্লাহ পাক নিজের সঙ্গে রোজার সম্পর্কের কথা ঘোষণা করেছেন। সব ইবাদত-বন্দেগি থেকে রোজাকে আলাদা মর্যাদাও দিয়েছেন। রমজাম মাসকে কাজে লাগিয়ে নিজেদের সংশোধন ও ক্ষমার চর্চা করতে হবে৷

বৃহত্তর ফরিদপুর সমিতি ইউএইর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন৷

খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার প্রমুখ।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের গুরুত্ব জানা৷ বিশ্বের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা রমজানের রোজাকে বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যের জন্য উপকারী। রমজানের রোজার উপকারিতা অমুসলিমরাও গ্রহণ করছেন চিকিৎসা হিসেবে পালন করে৷

বৃহত্তর ফরিদপুর সমিতির নেতৃবৃন্দরা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যতটুকু সম্ভব আমরা তা করবো৷ বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসবে এই সমিতি।’ প্রবাসের পাশাপাশি বৃহত্তর ফরিদপুর এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকাবে বলেও তারা জানান৷

ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিতি ছিলেন৷

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC