মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে বন্দরনগরী বেনাপোলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। মাস্ক পরা বাধ্যতামূলক করতে বেনাপোল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পথচারীদের মাঝে ফ্রিতে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি না মানার কারণে বেশকিছু ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ই জানুয়ারি) সকাল ৯টা থেকে শার্শা উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বাজার কমিটি’র সভাপতি/সাধারণ সম্পাদক ও গ্রামপুলিশ।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সকলে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।