আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে রওনা হয়ে সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাই ডিএমপির পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ভিভিআইপি মুভমেন্টের জন্য কোনো পরীক্ষার্থী রাস্তায় যানজটে পড়লে বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
Drop your comments: