ভারতের কানপুর শহরে উদ্বেগজনক হারে বাড়ছে জিকা ভাইরাসের প্রকোপ। এখন পর্যন্ত দুই শিশুসহ ৭৯ জনকে শনাক্ত করেছেন চিকিৎসকরা।
শনিবারও (৭ নভেম্বর) ১৩ জনের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। এরইমধ্যে জিকা রোগীদের জন্য আলাদা বিভাগ খুলেছে উত্তর প্রদেশ প্রশাসন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মশার উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে নিধন অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। আক্রান্ত রোগীর প্রচণ্ড জ্বর, মাথা-শরীরের মাংসপেশিতে ভয়াবহ ব্যাথা এবং ত্বকে র্যাশ দেখা যায়। এছাড়া ভাইরাসটির কারণে শিশুর মস্তিষ্ক এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, বিকৃত আকার নিয়ে জন্মায় সন্তান।
চলতি বছরই ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় দেখা দিয়েছিল জিকার প্রকোপ।
Drop your comments: