শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে হলে জাতির জনকের আদর্শকে ধারন করতে হবে। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ৩১ নিয়ে কাজ করতে হবে।
যুবলীগের নেতৃত্বে এ দেশের যুবকরা আজ ঐক্যবদ্ধ। যুবলীগ কে আগামীতে দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে।উপরোক্ত কথাগুলো ইউনিয়ন যুবলীগের শোকসভায় বলেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৭নং ইউনিয়ন আওয়ামী যুবলীগেরব আয়োজনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট বিকাল ৪টায় স্থানীয় কদুপুর বাজারে অবরইউড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ১ম যুগ্ম-আহবায়ক আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম রুজেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শেখ আলমগীর হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বরইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরিদ মিয়া,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ , হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক-সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী,সভায় বক্তব্য রাখেন ৭নং বরইউড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জে,আর অসীম, ৮নং খাগাউড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালেহ উদ্দিন, যুবলীগ নেতা রুহান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান,৭নং বরইউড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।