ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে এই প্রথমবারের মতো ৩০০ জনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত হলেন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ২৬ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২২১ জনের মধ্যে ২৩ জন ঢাকার বাইরে এবং বাকি ৩০৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৫০ জনে। তাদের মধ্যে ৩৫৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৯২ জনে। এর আগে, জুলাই মাসে ২২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১১৪ জন এবং ঢাকার বাইরে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।