এস এম মোদাসসের শাহ, শারজাহঃ সংযুক্ত আরব আমিরাতের শারজার জামাল আব্দুল নাসের এলাকায় বাংলাদেশি যৌথ মালিকানাধীন অরেঞ্জ সুপারমার্কেটের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সুপারমার্কেটের উদ্বোধন করেন স্পন্সর ফাহাদ আলী হাসান আলী আল মাজামী।
উদ্বোধনী অনুষ্ঠানে সুপারমার্কেটের সত্ত্বাধিকারী হারুন রশীদ এবং মোহাম্মদ সুমন বলেন, জামাল আব্দুল নাসের এলাকার বাংলাদেশি প্রবাসীদের সুবিধাজনক সকল খাদ্যদ্রব্য এখানে পাওয়া যাবে। মাছ, মাংস, সবজি থেকে শুরু সকল দেশীয় পণ্যের মূল্য হ্রাস থাকবে অরেঞ্জ সুপারমার্কেটে।
তারা অত্র এলাকার প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, দেশীয় পণ্যের অগ্রাধিকারের ভিত্তিতে চালু হওয়া আমাদের এই মার্কেটে আপনাদের উপস্থিতি জরুরি।
এসময় ব্যবসায়ীরা দেশের শিক্ষিত সমাজ যাদের আর্থিক অবস্থা ভালো তাদের আমিরাতে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আমিরাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। যারা বিদেশে কিছু করার চিন্তা করছেন আমিরাতকে বেছে নিতে পারেন।
ফ্লাইট চালু হলে আরও কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখছেন আমিরাতের ছোট বড় ব্যবসায়ীরা।