অনলাইন ডেস্কঃ মৌলভীবাজার জেলার সদরের মোস্তফাপুর গ্রামের নির্মাণাধীন মাদ্রাসা ও এতিমখানার বাকি কাজ সম্পূর্ণ করতে ধর্মপ্রাণ মুসলনদের সহযোগিতা চেয়েছেন মাওলানা জামিল আহমদ আনসারী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা ও এতিমখানার।
২০১১ সালে স্থাপিত প্রতিষ্ঠানলনে ক্লাস দাওরায়ে হাদীস টাইটেল ও কামীল হইতে হিফজ খানা ও নুরানী চালু রয়েছে। বর্তমান ছাত্র সংখ্যা দুই শতাধিক। শিক্ষক রয়েছেন ২৪ জন। মাদ্রাসা ও এতিমখানার মাসিক খরচ ৩ লক্ষ টাকা। প্রিন্সিপাল জানান বর্তমানে দুই তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে ৫০ লক্ষ টাকা ব্যয় হবে।
উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জামিল আহমদ আনসারী সবার সহোযোগিতা চেয়েছেন।
সহযোগী করতে চাইলে নিম্নের একাউন্টে বা বিকাশে পাঠাতে পারেন_
JAMEA RAHMANIYA MOULVIBAZAR
A/C No: 0271120356021
Al- Arafah Islami bank limited
মৌলভী বাজার সিলেট,
+8801747297734(বিকাশ)
+8801799427492