November 11, 2024, 1:43 am
সর্বশেষ:
আলফাডাঙ্গায় জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা কুলাউড়া ছাত্রলীগের সম্পাদক রুমেল ঢাকায় গ্রেপ্তার চুয়াডাঙ্গার দর্শনার আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাটে বিএনপি নেতা সজিব হত্যায় গ্রেফতার ১, অস্ত্র ও গুলি উদ্ধার বান্দরবানে এপেক্স ক্লাবের জয়েন্ট সার্ভিস প্রজেক্ট শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ যুবক আটক ফকিরহাটে ২০০পিস ইয়াবাসহ-২ মাদক কারবারী গ্রেপ্তার হাটহাজারী মেখলে জবরদখলকারী ভূমি দস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৪২ লাখ টাকায় নিলামে বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

  • Last update: Sunday, May 17, 2020

বাংলা এক্সপ্রেস ডেস্কঃ দীর্ঘ ১৮ বছর ডান হাতে সব সময়ই ব্রেসলেটটা পরে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। করোনা ভাইরাস দুর্গতের সাহায্যে প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়ক। ‘অকশন ফর অ্যাকশনের’ মাধ্যমে নিলামে তোলা মাশরাফির ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় কিনে নেয় বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসি)। এই অর্থ দিয়ে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করা হবে করোনা ভাইরাসের কারনে বিপর্যয়ে পরা অসহায় মানুষদের।


তবে নিলামে বিক্রি হলেও ব্রেসলেট থাকবে হাতেই। বিএলএফসিএর চেয়ারম্যান মমিন উল ইসলাম জানিয়েছেন, এই ব্রেসলেট কিনে নিয়ে তারা আবার মাশরাফিকেই উপহার দিতে চান। অকশন ফর অ্যাকশনের লাইভে এসে তিনি বলেন, ‘ব্রেসলেটটি যার হাতে ছিল তার হাতেই মানায়। আমরা কিনে নিলেও সেটা মাশরাফির হাতেই রেখে দিতে চাই। তবে সেটা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই মাশরাফির হাতে পরিয়ে দিতে।’

যদিও লাইভ অনুষ্ঠানের মধ্যেই মাশরাফি ব্রেসলেটটি খুলে রেখে বলেন, ‘এখন থেকে এটা আর আমি পরবো না।

এই যে খুলে রেখে দিলাম। আপনারা যখন এটি আনুষ্ঠানিক ভাবে আমাকে দিবেন, তখন থেকে পরা শুরু করবো’। তখন মমিন উল ইসলাম বলেন, ‘না, এটা আপনার হাতেই থাকবে। আপনার কাছে এটা আমাদের আমানত। আমরা চাই, সারাজীবনই এটা আপনার হাতে থাকুক। শুধু আমরা একটু আনুষ্ঠানিকতা করতে চাই।’

দেড় যুগ আগে কাছের এক বন্ধুর মামাকে দিয়ে মাশরাফি বানিয়ে নিয়েছিলেন এই ব্রেসলেট। এরপর এই দীর্ঘ সময়ে ব্রেসলেটটি হাত থেকে খুলেছেন খুব কম সময়ের জন্য। নিলামে ব্রেসলেটের বিষয়ে মাশরাফি বলেন, গত ১৮ বছরে খুব কম সময়ই এটি খুলেছি হাত থেকে। অপারেশনের সময়, এমআরআই করানোর সময় খুলতে হয়েছে। আর কয়েকটি ম্যাচ বা কিছু সময়ের জন্য খুলেছি শুধু। তবে যখনই খুলেছি, কখনোই স্বস্তি বোধ করিনি। মনে হতো, কী যেন নেই, খালি খালি লাগত। আমার সবসময়ই মনে হয়েছে, এটি আমার সৌভাগ্যের প্রতীক। আমার ক্যারিয়ারের সব উত্থান-পতনের স্বাক্ষী এই ব্রেসলেট। যত লড়াই করেছি, মাঠের ভেতরে-বাইরে যত কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, সব কিছুর স্বাক্ষী এটি। আমার ১৮ বছরের সুখ-দুঃখের সাথী। আমার অনেক আবেগ-ভালোবাসা জড়িয়ে এটিতে, এই ব্রেসলেটকে আসলে ব্যাখ্যা করা আমার জন্য খুব কঠিন। ‘

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC