মনজুর আহমেদ: ওমানে মহামারী করোনা দিনের দিন বৃদ্ধি হওয়ার কারণে লকডাউনের সময় সূচি পরিবর্তন করেছে ওমানে করোনা প্রতিরোধে সুপ্রিম কমিটি। আজ ১৬ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৫ টা থেকে তা কার্যকর হচ্ছে। এভাবে প্রতিদিন সন্ধ্যা ৫ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত যানবাহন, পাবলিক প্ল্যাচ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধসহ সকল ধরনের জনসাধারণ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
এ দিকে ঈদুল আজহার ছুটি চলাকালীন ৩ দিনের সম্পূর্ণ লকডাউনের কথা থাকলেও তা একদিন বাড়িয়েছে সুপ্রিম কমিটি। অর্থাৎ মোট ৪ দিন যা আগামী ২৪ জুলাই শনিবার ভোর চারটায় শেষ হবে এ লকডাউন।
আজ ১৬ জুলাই (শুক্রবার) সুপ্রিম কমিটির এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ওমানের স্থানীয় গণমাধ্যমকে ।
এ সিদ্ধান্তটি পূর্বে ঘোষিত অনুরূপ নিষেধাজ্ঞার বাইরে থাকা ক্রিয়াকলাপ এবং বিভাগগুলিকে ছাড় দেয়া হয়েছে।
সূত্র: টাইমস অফ ওমান।