বৃষ্টির পানিতে বালু সরে গিয়ে মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের একাংশ ভেঙে পড়েছে। ঝুঁকির মধ্যে আছে আশপাশের ঘরগুলোও।
গতকাল সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরটির একটি পিলারসহ বারান্দা ক্ষতিগ্রস্ত হয়।
গজারিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল সকালে প্রচণ্ড বৃষ্টিতে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে তৈরি এই ঘর মেরামতে ৬-৭ হাজার টাকা লাগবে।
তিনি বলেন, ঘটনার সময় ঘরে মানুষ ছিল না। ঘরগুলোর আনুষঙ্গিক কাজ এখনও শেষ হয়নি। যেসব ঘরের বালু সরে গেছে সেখানে বালু ফেলা হবে।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, একটি উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছিল যা ভেঙ্গে গিয়ে বৃষ্টির পানি প্রবেশ করেছে। তাছাড়া দুই ঘরের মাঝখান দিয়ে প্রচণ্ড গতিতে পানি যাচ্ছিল। এতে বারান্দার অংশসহ পিলার ভেঙে যায়। এটা মেরামত করা হচ্ছে।
উৎসঃ ডেইলি স্টার