করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আগামীকাল ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে।
সোমবার বিকেলে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, উল্লিখিত জেলায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবা ও পণ্যবাহী যান চলাচল করবে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
Drop your comments: