করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির জনগণ। গতকাল শনিবার দেশজুড়ে অন্তত ১৬টি শহরে বিক্ষোভে রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ। আজ রবিবার (৩০ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর করোনার সংক্রমণ ছড়িয়ে পরার পর থেকেই বলসোনারোর জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
শনিবার বিক্ষোভের আয়োজন করেছে বামপন্থী রাজনৈতিক দল, ইউনিয়ন এবং তাদের সহযোগী ছাত্র সংগঠনগুলো। রাজধানী ব্রাসিলিয়া এবং রিও ডি জেনিরোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু উত্তর-পূর্ব শহর রেসিফে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। দেশটির বৃহত্তম শহর সাও পাওলোতে হাজার হাজার মাস্ক পরা মানুষ অবরুদ্ধ করে রাখে। একটি বড় বেলুনে বলসোনারোকে ভ্যাম্পায়ার হিসেবে চিত্রিত করা হয়েছে।