তিউনিশিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিবাসীরা ভূমধ্যসাগর হয়ে লিবিয়া থেকে ইউরোপ গমন করার সময় নৌকাডুবির ঘটনা ঘটে।
রবিবার লিবিয়ার বন্দর জুওয়ারা থেকে নৌকাটি ৯০ জনের বেশি যাত্রী নিয়ে সাগরপথে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, জীবিতদের সংখ্যা ৩৩ জন, এদের সবাই বাংলাদেশি। অন্তত ৫০ জন নিখোঁজ।
Drop your comments: