পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার মামলায় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাতে শাহবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
Drop your comments: