বিনোদন ডেস্কঃ দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। তিন মাস পর পর প্রচারিত হয় এই অনুষ্ঠানের নতুন পর্ব। কিন্তু করোনার জেরে প্রায় দেড় মাস দেশে লকডাউন চলায় ‘ইত্যাদি’র নতুন পর্ব তৈরি করা সম্ভব হয়নি। তাই সাত বছর আগের বিশেষ একটি পর্ব পুনরায় প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্ঠানটির রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।
‘ইত্যাদি’র এত পুরনো একটি পর্ব ফের প্রচার করার আরও একটি কারণ রয়েছে। পর্বটি প্রচার হয়েছিল ২০১৩ সালের মে মাসে। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল ঢাকার অদূরে সাভার ইপিজেডের সামনে। যেখানে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশ নিয়েছিল। এখন যেহেতু মে মাস চলছে, তাই সাত বছর আগের এই পর্বটিই বেছে নেয়া হয়েছে। পর্বটি আজ রবিবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে দেখা যাবে।
হানিফ সংকেত জানান, ‘লকডাউনের কারণে যেহেতু সব ধরনের শুটিং বন্ধ, তাই ‘ইত্যাদি’র নতুন পর্ব তৈরি সম্ভব হয়নি। সময়টা স্বাভাবিক হলে এবারও মে দিবস উপলক্ষে নতুন পর্ব নির্মাণ করতো ফাগুন অডিও ভিশন। তাছাড়া, এই সময়টাতে সবচেয়ে কষ্টে আছে শ্রমজীবী মানুষ। ফলে তাদের নিয়ে তৈরি পর্বটি পুনঃপ্রচার করাই যৌক্তিক বলে মনে করেছি।’
‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। যার মধ্যে অন্যতম চট্টগ্রামের বোয়ালখালীর রক্তদাতা আশীষ কান্তি মুহুরির ওপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে কীটনাশকের বিকল্প নিয়ে একটি সময়োপযোগী প্রতিবেদন।
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে মালিক-শ্রমিকদের মধ্যে চমৎকার সম্পর্ক এবং এখানে উৎপাদিত বিভিন্ন পণ্যের ওপর একটি সচিত্র প্রতিবেদন দেখা যাবে এই পর্বে। এছাড়া রয়েছে দেশের দুই স্বনামধন্য শিল্পী সুবীর নন্দী ও সৈয়দ আব্দুল হাদীর দ্বৈত পরিবেশনা।