আজিজুর রহমান দুলালঃ গত কয়েকদিন ধরে কন কনে শীতে কাপছে সারা বাংলাদেশের গরীব দুঃখী মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত এইসব মানুষের কথা ভেবে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন মিলে রাত ১০টার পর গরীব অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ এবং আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
২৫ ডিসেম্বর (শুক্রবার)রাত সাড়ে ১০ টার পর আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের গুচ্ছ গ্রাম এবং রাস্তার দু’পাশে থাকা ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।কনকনে শীতে মধ্যে হঠাৎ করে যখন এ কম্বল নিয়ে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের বাড়ীতে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ এবং আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা।
এ সময় আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান এবং রিপন মেম্বার তাদেরকে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ এবং আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন,এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায় এই জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তারা জানান।