মোহাম্মদ ইরফানুল ইসলামঃ ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আমিরাতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২০) বাদে মাগরিব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই এর ইন্টারন্যাশনাল সিটি ইংল্যান্ড ক্লাস্টারে মোহাম্মদ নাছির উদ্দীন এর সঞ্চালনায় ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক ভি পি কাজী মোহাম্মাদ ওমর গণির সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন আলম উদ্দিন সুমন। নাতে মোস্তফা পরিবেশন করেন কাজী আরমান গনি। উক্ত মাহফিল এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন।
মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Drop your comments: