চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আকবরিয়া এলাকাবাসীর উদ্যোগে ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১নং মধ্য মাদার্শা শাখার সহযোগীতায় আকবরিয়া স্কুল এন্ড কলেজ ভবনে মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে হয়রত আকবর শাহ (রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা সহ-সভাপতি মুহাম্মদ আবদুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আকবর শাহ (রাহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার নবনিযুক্ত সভাপতি মুহাম্মদ আবু হানিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মওলানা মুহাম্মদ সেকান্দর আলী, মওলানা এরশাদুল হক, মওলানা মুহাম্মদ সাহেদুর আলম, হাজী মুহাম্মদ আবুল বশর, হাজী মুহাম্মদ আবু তাহের প্রমূখ।
পরে মিলাদ-ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।