April 24, 2024, 3:46 pm

যশোরে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ: চার ঘন্টা পর সড়ক চালু

  • Last update: Saturday, October 24, 2020

মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের নাভারণে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আকিজ বিড়ি ফ্যাক্টরি’র শ্রমিকরা চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও চার ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল।

আকিজ ফ্যাক্টরি’র শ্রমিকদের চার দফা দাবিগুলো হলো বন্ধ বিড়ি ফ্যাক্টরি খুলে দিতে হবে, বকেয়া বেতন পরিশোধ করতে হবে, শ্রমিকদের নামে কোন মামলা করা যাবে না। স্থানীয় ভাবে বসে মিমাংসা করতে হবে এবং বিড়ি ফ্যাক্টরি’র হেড চেকার ফজলুকে অপসারণ করতে হবে।

জানা যায়,আকিজ বিড়ি ফ্যাক্টরি’র শ্রমিকদের সাথে ফ্যাক্টরি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষ ছিল। এ ঘটনায় গত মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে বিড়ি ফ্যাক্টরি বন্ধ করে দেন ককর্তৃপক্ষ।শ্রমিকরা বার বার ফ্যাক্টরি খুলে দেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ ফ্যাক্টরি খুলে দেননি। এরই জের ধরে শত শত শ্রমিকরা শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা ফ্যাক্টরি’র সামনে অবস্থান নেয় এবং যশোর-বেনাপোল মহাসড়কের উপর গাছের গুড়ি দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধ করার ঘটনায় মুহুুর্তের মধ্যে যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী শত শত যানবাহন এবং যাত্রীসাধারণ।
বিড়ি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধে দাবি আদায়ের বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে পড়ে ফ্যাক্টরি এলাকা। ব্যস্ততম সড়কে তীব্র যানজট ও প্রতিবাদী আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় হাইওয়ে পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশ, নাভারণ সার্কেল এএসপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসে তাদের দাবি পুরণের আশ্বাস দিলে শ্রমিকরা ৪ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন। পরে শ্রমিক নেতা, প্রশাসন এবং ফ্যাক্টরি কর্তৃপক্ষগণ মিলে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে শ্রমিকদের সব দাবি মেনে নেবেন বলে আশ্বস্ত করলেও সোমবার আবারো বৈঠক শেষে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে জানান ফ্যাক্টরি কতৃপক্ষ এবং আগামী মঙ্গলবার যথা নিয়মে ফ্যাক্টরি চালু হবে বলে জানান তারা।

এসময় শ্রমিকরা বলেন, সোমবার বৈঠক শেষে মঙ্গলবার ফ্যাক্টরি খোলা এবং তাদের সব দাবি যথাযথ পূরণ না হলে পুনরায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC