মহামারি করোনাভাইরাসের কারণে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত এসেছেন। বেশিরভাগ দেশে প্রবেশে এখনও নিষেধাজ্ঞা থাকায় অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীরা।
সেই সঙ্গে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়া করোনায় আর্থিক সঙ্কট নিয়ে দুশ্চিন্তা। শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয় চালু হওয়া মাত্র তাদের বিদেশে যাওয়ার ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেন শিক্ষাবিদরা।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়লে শুরুর দিকেই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, চীন মালয়েশিয়াসহ অনেক দেশ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে আসেন। অনেকে আবার বিভিন্ন দেশে আটকে পড়েন। এছাড়া এখনও নিষেধাজ্ঞা আছে কিছু দেশে। এ পরিস্থিতিতে বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছে উদ্বেগ উৎকণ্ঠায়। তারা বলছেন, কিছু প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিলেও বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়ার ব্যাপারে কোনও নির্দেশনা দিচ্ছে না।