আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলা আলফাডাঙ্গা পৌরসভার ২ নং ওর্য়াডের শ্রীরামপুর গ্রামে গহরায়রা মহিলা মাদ্রাসা ও এতিমখানার মহিলা ছাত্রীনিবাস নির্মান প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক মাহাফুজা হাসান, পরিচালনা কমিটির সভাপতি মো. সারেকুল হাসান নয়ন, পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, কমিশনার হারুন অর রশীদ, সৈয়দ আলী, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন, এ ছাড়া এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকলে বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরী।