কুড়িগ্রাম প্রতিনিধিঃ সোমবার (১৭ আগস্ট) দুপুরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীরপ্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ।তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন তার বাবা।এরমধ্যে গতকাল ( রবিবার) তার পেট ফুলে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তার অবস্থার উন্নতি না হলে তাকে বিকালে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোমবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে রাজীবপুরের কাচারিপাড়া গ্রামে নিজ বাড়ির সংলগ্ন তারামন বিবির কবরের পাশে দাফন করা হবে বলে জানান তাদের সন্তান আবু তাহের।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত রোগে মারা যান বীরপ্রতীক তারামন বিবি।
Drop your comments: