শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৩টি ইউনিয়নের ২ জন ছেলে ও ১জন নারীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
১৭ আগস্ট দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বেএ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্য মোঃ এমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,রেখাছ মিয়া,মৌঃ হাবিবুর রহমান,এরশাদ আলী,জয়কুমার দাশ,ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্যী, কৃষিবিদ মোঃ এনামূল হক,ডাঃ ইশতিয়াক আহমেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম প্রমূখ।