এএফসি কাপের ‘ডি’ গ্রুপে অলিখিত ফাইনালে মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও মোহনবাগান। আজ মঙ্গলবার বিকেল ৫টায় মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বসুন্ধরা। গোলটি করেছেন কিংসের আর্জেন্টাইন মিডফিল্ডার ফার্নান্দেজ। তবে বিরতিতে যাওয়ার আগে বড় ধাক্কা খায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা। লাল কার্ডের খড়গে দশ জনের দলে পরিণত হয় তারা।
এএফসি কাপের ‘ডি’ গ্রুপের সবচেয়ে বড় দল ভারতের মোহনবাগান।
প্রথম ৪৫ মিনিটে আক্রমণেও দেখা গেলো দলটির আধিপত্য। ৪৬ শতাংশ বল দখলে রেখে গোলবারের উদ্দেশ্যে ৯টি শট নেয় মোহনবাগান, যার লক্ষ্যে ছিল ৩টি।
অপরদিকে ৫৪ শতাংশ বল দখলে রেখে ৫টি শটের ১টি লক্ষ্যে রাখে বসুন্ধরা কিংস।
ম্যাচের ২৮তম মিনিটে লিড নেয় বসুন্ধরা। এসময় ডি-বক্সে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দারুণ শটে গোলটি করেন ফার্নান্দেজ।
বিরতিতে যাওয়ার আগে দশ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) মোহনবাগানের খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাজে ইঙ্গিত দেন সুশান্ত ত্রিপুরা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিংস ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি।
আসরে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে জিতে দারুণ শুরু করেছে কিংসরা। তবে, পরের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ড্র করে লড়াইটা কঠিন করে তুলেছে দলটি। তাই, মার্জিয়ার বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বসুন্ধরা কিংসের। নকআউট পর্বে যেতে হলে আজ জিততেই হবে কিংসদের।