
শাহ সুমন, বানিয়াচং: হবিগঞ্জ -২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন বানিয়াচং- আজমিরীগঞ্জের তিনবারের এমপি, আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল তিনটায় জননী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান বলেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের সূচনা করেছেন তা অব্যাহত রাখতে আমার সমর্থকদের কথা বিবেচনা করে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। সভায় বক্তারা বলেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের এডভোকেট আব্দুল মজিদ খান এমপি একজন পরীক্ষিত জননেতা । দূর্যোগে-সংকটে আর কাউকে পাওয়া না গেলে ও আব্দুল মজিদ খান এমপিকে পাওয়া যায়। তিনি সবসময় মানুষের পাশে থাকেন।
তাই এমপি হিসেবে আব্দুল মজিদ খানে’র বিকল্প নাই। বানিয়াচং – আজমিরীগঞ্জের মানুষ আব্দুল মজিদ খানকে বিপুল ভোটে আবারো এমপি নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন । এসময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা মিছিল ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও ধর্ম – বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।