May 17, 2024, 1:36 pm

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

  • Last update: Wednesday, November 29, 2023

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সময় সময় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সময় সময় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ার পর উদ্ধারকারীরা এখনও চারজন নিখোঁজ শ্রমিকের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

পুলিশের ভাষ্য, প্রথমে প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে। এরপর আরও ১৪টি বিম ভেঙে পড়ে। নির্মাণাধীন এই সাইটে কাজের জন্য ১৮ জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। এ সময় শ্রমিকরা কেউ নামাজের জন্য বাইরে ছিলেন না।’

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, এখনও পর্যন্ত উদ্ধারকারীরা আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন। আমরা তিনজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছি। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC