নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কোনাবাড়ি এলাকার ইউপি সদস্য তাজুল ইসলামের ছেলে শাহ জালালের বিরুদ্ধে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী বলেন মেম্বারের ছেলে শাহা জালাল গভীর রাতে এলাকায় ঘুরে বেড়ায় এবং বিভিন্ন অপকর্ম করে বেরায়। আমরা প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি প্রদান করে।
রতন মিয়া বলেন আমি বাসায় না থাকায় স্ত্রী ছেলে সন্তানদের ঘুম পাড়িয়ে রাত তিনটা থেকে সাড়ে তিনটায় মধ্যে রান্নার কাজে ব্যস্ত থাকায় দুষ্কৃতিকারী মেম্বারের ছেলে শাহজালাল ঘরের ভিতর প্রবেশ করে স্টিলের আলমারি হাতুড়ি দিয়ে ভেঙে নগদ এক লাখ পঁচিশ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার স্ত্রী আওয়াজ পেয়ে ঘরের ভিতর ঢুকে আত্মচিৎকার করলে আশপাশের লোক আগাইয়া আসলে আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করি।
সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মহাবুব আলম বলেন আমরা এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।