May 12, 2024, 1:35 pm
সর্বশেষ:
মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে কৃষক সমাবেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার দাবির প্রতীকী ভোটে প্রস্তাব পাস চট্টগ্রামের লোহাগাড়ায় যুবদল নেতা মুসলিম উদ্দিন গ্রেপ্তার বান্দরবানে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বীজ ও সার বিতরণ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী

সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশনে নেই ডিজিটাল সেবা, হাতে লিখে টিকিট বিক্রি

  • Last update: Thursday, March 2, 2023

আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে যাত্রীরা ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ভোটার আইডি কার্ডের নম্বর জমা দিয়ে হাতে লেখা টিকিট কিনেছেন। এ রেলওয়ে স্টেশনে কম্পিউটার মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রির সিস্টেম না থাকায় হাতে লেখা টিকিট বিক্রি করছেন বুকিং সহকারী জুলহক আলী।

আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামতৈল রেলওয়ে স্টেশনের কয়েকজন যাত্রী দাঁড়িয়ে ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে হাতে লেখা আন্তনগর ট্রেনের টিকিট সংগ্রহ করছেন।

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট নেওয়া আব্দুস সোবাহান সরকার (৭৫) বলেন, ‘ট্রেনের টিকিট সংগ্রহের জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে দুটি টিকিট ক্রয় করলাম। ভোটার আইডি কার্ড ছাড়া ট্রেনের টিকিট দেবে না। এ জন্য আমি স্টেশনের বুকিং সহকারীকে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়েছি।’

শাপলা নামের ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বা ভোটার আইডি কার্ড ছাড়া যে টিকিট ক্রয় করা যাবে না এটা আমার জানা ছিল না। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এটাও জানি না। স্টেশন থেকে আমাকে ভোটার কার্ড ছাড়া টিকিট দিতে চাইনি। বুকিং সহকারীকে সমস্যার বিষয়টি বোঝানোর পরে শুধু এনআইডির নম্বর দিয়েছি এরপর তারা আমাকে একটি টিকিট দেন।’

জামতৈল রেলওয়ে স্টেশনের সূত্রে জানা যায়, জামতৈল রেলওয়ে স্টেশনে প্রতিদিন পাঁচটি ট্রেন আপ-ডাউন করে। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঢাকার জন্য ১০টি ও রাজশাহীর জন্য ১০টি সিট বরাদ্দ রয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকার জন্য ১০টি ও খুলনার জন্য ৫টি সিট বরাদ্দ রয়েছে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ঢাকার জন্য ৭টি, পঞ্চগড়ের জন্য ৫টি ও দিনাজপুরের জন্য ১০টি সিট বরাদ্দ রয়েছে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে রাজশাহী জন্য শুধু ১০টি সিট বরাদ্দ রয়েছে এ ছাড়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকার জন্য চেয়ার ও সাধারণ চেয়ারসহ মোট ৪০টি সিট বরাদ্দ রয়েছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. জুলহক আলী বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং কালোবাজারি বন্ধে ১ মার্চ থেকে ভোটার আইডি কার্ডের নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন সম্পন্ন না করে ট্রেনের টিকিট নেওয়া যাবে না। নতুন এই নিয়ম আর প্রযুক্তিগত চালু করেছেন বাংলাদেশ রেলওয়ে। জামতৈল স্টেশনে কম্পিউটারের মাধ্যমে টিকিট বিক্রির সিস্টেম না থাকার কারণে যাত্রীদের কাছে থেকে ভোটার নম্বর বা ভোটার কার্ডের ফটোকপি নিয়ে টিকিট দেওয়া হচ্ছে।

জুলহক আলী আরও বলেন, অনেক যাত্রী বিষয়টি জানে না। মানবিক বিষয়টি বিবেচনা করে যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে আর তাদের বলা হচ্ছে পরবর্তীতে যেন রেজিস্ট্রেশন করে ট্রেনের টিকিট সংগ্রহ করেন। কম্পিউটার মাধ্যমে টিকিট বিক্রির জন্য কর্তৃপক্ষ ৭ দিনের টিকিটের সামারি নিয়েছে আশা করছি চলতি বছরের জুন-জুলাই মাসে কম্পিউটার সিস্টেম চালু হবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC