সাভারে বংশী নদীর তীরবর্তী একটি বাজারে ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ সোমবার ভোর রাত ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আশুলিয়ার নয়ারহাট বাজারে ডাকাতি হয় বলে পুলিশ জানায়।
দোকান মালিকদের দাবি ডাকাতরা প্রায় দুই কোটি টাকার স্বর্ণ ও নগদ টাকা লুট করেছে।
ডাকাতি হওয়া সাথী জুয়েলার্সের কর্মচারী জয় ঘোষ বলেন, তিনি রাতে দোকানে ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে ডাকাতরা দোকানের তালা ও শাটার ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ভয়-ভীতি দেখিয়ে অন্য একটি দোকানে নিয়ে তালাবন্ধ করে রাখে।
দোকান মালিক রঞ্জিত রাজবংশী দাবি করেন, তার দোকান থেকে ডাকাতরা ২০ ভরি স্বর্ণ, ৪০ ভরি রূপার গয়না ও নগদ ৮ হাজার টাকা লুট করেছে।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পারভেজ দেওয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, দোকানের কর্মচারী ও বাজারের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি প্রায় ৮০-৯০ জন ডাকাত দুটি ট্রলারে করে এসে ডাকাতি করে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুট হওয়া স্বর্ণ, রূপা ও নগদ কী পরিমাণ টাকা লুট হয়েছে তার তালিকা করতে বলেছেন। বেলা ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার কাজী মারুফ হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ডাকাতির ঘটনা তদন্ত করা হচ্ছে। কী পরিমান মালামাল লুট হয়েছে এটা জানতে কাজ চলছে। ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।