ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার রাত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান।
সেন্ট্রাল হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার লাশ মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
শামীম মোহাম্মদ আফজাল কিছুদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে চাকরি শেষ হলেও পরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শামীম মোহাম্মদ আফজাল চাকরি থেকে অবসরে যান। এসময় তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল।
Drop your comments: