আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী আইনজীবী এবং কোর্ট স্টাফদের উদ্দেশ্যে বলেছেন, গরীব মানুষের মামলা দ্রুত নিষ্পত্তিতে সহযোগিতা করুন।
যারা অর্থের অভাবে আইনের মুখোমুখি হতে পারেনা তাদের জন্য সরকার বিনামূল্যে লিগ্যাল এইড‘র ব্যবস্থা করেছেন। সরকারের এই সেবা মূলক উদ্যোগকে সকলে মিলে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে এসব সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য বিচারক, প্যানেল আইনজীবী এবং কোর্ট স্টাফদেরকে আরও বেশি আন্তরিক হতে হবে।
জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সহযোগিতায় এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর অর্থায়নে অনুষ্ঠিত জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম জি আযম ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে লিগ্যাল এইড‘র মামলা পরিচালনায় বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. আকরাম আলী, এড. আব্দুর রাজ্জাক, এড. আব্দুল জলিল, এড. মেহেদী হাসান, এড. দেবাশীষ. এড. মীর্জা জাকির হোসেন, জজ কোর্টের প্রসাশনিক কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান, নাজির আব্দুল কাদের, কোর্ট স্টাফ ইসরাফিল মাহাবুব ও শহিদুল ইসলাম।
সভায় লিগ্যাল এইড’র সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের কর্মসূচীতে সকলকে অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সহকারী জজ মনিরুল ইসলাম।