আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার বকুল তলা শামীম তালুকদার মার্কেট এর রাস্তায় নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু ফেলে মার্কেটের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে।
এতে ওই মার্কেটে অবস্থিত ওষুধের ফার্মেসি, মুদি দোকান, কম্পিউটার, টিভি-ফ্রিজ ও হার্ডওয়ারের ব্যবসায়ীরা সহ ওই রাস্তা দিয়ে চলাচল করা পথচারীরা বিপাকে পড়েছেন। এতে তালুকদার মার্কেটে ক্রেতার অভাবে দোকান গুলোতে ঝুলছে তালা! যার ফলে আর্থিক লোকসানের মুখ দেখতে হচ্ছে এখানকার ব্যবসায়ীদের।
এ বিষয়ে ওই মার্কেটের মালিক শামীম তালুকদার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নলকা ইউনিয়নের চকদাইদের পাড়া বকুল তলা বাজার হতে পূর্ব মথুরাপুর যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ নালিশী কাঁচা রাস্তাটি ৪০ বসর ধরে ব্যবহার হয়ে আসছে। বর্তমানে চক দাইদের পাড়ার সুমন শেখ বাহুবলে কিছু লোকজন দিয়ে ফুলজোর নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু তুলে তালুকদার মার্কেটের প্রবেশদ্বারসহ রাস্তার উপর দিয়ে বালু রেখেছেন এতে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, চকদাইদের পাড়া জনগুরুত্বপূর্ণ রাস্তা টি অতি পুরাতন, রাস্তা বন্ধের কথা আমি শুনেছি কেন বন্ধ করা হয়েছে সে বিষয়টি দেখব। এছাড়া উপজেলা ভূমি কর্মকর্তা বিষয়টা তদন্ত করে দেখার কথা বলেছেন।