সফরের ১০ম দিন সোমবার (১৭ জুলাই) সকালে কয়েকজন সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেছে ইইউ প্রতিনিধি দল। গুলশানের ইইউ দূতাবাসে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে ঘণ্টাখানেক চলে আলোচনা।
আলোচনায় অংশ নেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, দি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও প্রথম আলোর ইংরেজি বিভাগের উপ-সম্পাদক আয়েশা কবীর।
আলোচনা শেষে তারা জানান, গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবার উদ্বেগ একই। সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে বলে ইইউ প্রতিনিধিদের জানান সম্পাদকরা। নিউ এজ সম্পাদক জানান, গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নের ইইউকে আসতে হচ্ছে, যা দুঃখজনক। তাদের প্রতিবেদনে যেন দেশের মানুষ সন্তুষ্ট হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।