সাম্প্রদায়িক সহিংসতার সময় সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়নি তৃণমূলের আওয়ামী লীগ নেতারা। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের ব্যর্থতা রয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক উপহার প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রতিটি ঘটনাই সম্প্রীতি নষ্টের চেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও প্রতিবেশি দেশের সাথে সম্পর্কে ফাটল ধরাতেই এমন হামলা করেছে। ষড়যন্ত্রকারীরা এমন ঘটনা আরও ঘটানোর চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
Drop your comments: