May 22, 2024, 12:34 pm
সর্বশেষ:

নাইজেরিয়ায় বহুতল ভবন ধস, বহু হতাহত

  • Last update: Tuesday, November 2, 2021

অভিজাত বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে একশর মতো মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে সোমবার নির্মাণাধীন বহুতল ভবনটি ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ধ্বংসাবশেষের মধ্যে নির্মাণশ্রমিকরা আটকে পড়েছেন।

সোমবার রাতে ধ্বংসস্তূপ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।

নির্মাণশ্রমিকদের বরাতে রয়টার্স বলছে, ধারণা করা হচ্ছে ভবনটি ধসে পড়ার সময় একশর মতো শ্রমিক কাজ করছিলেন।

লাগোস স্টেট ডিপার্টমেন্ট বলছে, ওই ভবনটির ২২টি ফ্লোর ছিল। কর্তৃপক্ষ আশপাশের কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা দেখছে।

নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। আফ্রিকার অন্যতম জনবহুল এ দেশে নিয়মনীতি খুব দুর্বলভাবে প্রয়োগ করা হয়। এ ছাড়া নির্মাণসামগ্রীও অত্যন্ত নিম্নমানের।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC