শেষ শটের ব্যর্থতায় বিদায় নিলেন বাংলাদেশের আর্চার রোমান সানা। দ্বিতীয় পর্বের ম্যাচে শেষ রাউন্ডের শেষ শটে জয়ের জন্য ১০ স্কোর দরকার হলেও, ৮ স্কোর করেন তিনি। ফলে রিকার্ভ বো তে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে ৪-৬ সেট পয়েন্টে হেরে শেষ ৩২ এ ওঠা হলো না দেশসেরা এই আর্চারের।
দিনের শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল দেশ সেরা এই তীরন্দাজের। ব্রিটেনের টম হলের সাথে প্রথম সেট সমতায় শেষ হলেও পরের দুই সেটে ২৭-২৫ ও ২৭-২৬ পয়েন্ট ব্যবধানে জয় তুলে নিয়ে এগিয়ে যান রোমান সানা। ৪র্থ সেটে ২৫-২৭ পয়েন্টে হেরে গেলেও শেষ সেটে ২৯-২৭ পয়েন্ট ব্যবধানে জয় পান তিনি। ফলে ৭-৩ সেট পয়েন্টে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন রোমান সানা।
সেরা ৩২ এ ওঠার লড়াইয়ে প্রথম সেটেই ২৬-২৫ পয়েন্টে জয় পেয়ে এগিয়ে যান রোমান। কিন্তু ২য় আর ৩য় সেটে কানাডার ডুয়েনাস ক্রিসপিন ২৮-২৫ ও ২৯-২৭ পয়েন্টে জয় তুলে নেন। ৪র্থ সেটে ২৭-২৬ পয়েন্টে রোমান সানা জয় তুলে নিয়ে ৪-৪ সেট পয়েন্টে ম্যাচ গড়ায় শেষ সেটে। শেষ সেট ২৬-২৫ পয়েন্টে হেরে যান রোয়ান। ফলে ম্যাচ হেরে অলিম্পিক থেকে বিদায় নিতে হয় তাকে।