March 29, 2024, 7:06 pm

দেশে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২০৭ জন

  • Last update: Tuesday, July 27, 2021

ঈদুল আজহার আগে-পরে ১১ দিনে (১৪-২৪ জুলাই) দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৫৮টি। এগুলোতে নিহত হয়েছেন ২০৭ জন এবং আহত হয়েছেন ৩৮৯ জন। নিহতদের মধ্যে নারীর সংখ্যা ২৯, শিশুর সংখ্যা ১৭। ৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৮৭ জন, যা মোট নিহতের ৪২.০২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৮.১০ শতাংশ। দুর্ঘটনায় ৪৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২০.৭৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩২ জন, অর্থাৎ ১৫.৪৫ শতাংশ।

এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। ২টি রেলপথ দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য যে, ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC