শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার আসামিদের নাম উল্লেখ করে আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার এবং আমার দেশ পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। আদালতের নির্দেশে সিআইডি আজ শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

সিআরপিসি’র ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের ক্ষমতা পায়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে রমনা থানায় মামলা করে। মামলায় দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।

তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র চালানো হচ্ছিল। এ বিষয়ে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে ফরেনসিক বিশ্লেষণ করা হয়।

তদন্ত শেষে সিআইডি শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এর মধ্যে ২৬১ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিচার এজেন্ডা’ বাস্তবায়নে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *