আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।
শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে আওয়ামী লীগের এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে লিয়াকত সিকদার নিজে উপস্থিত থেকে ৫০০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুর রউফ তালুকদার ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য তহিদুর রহমান মুক্ত, আলাউর রাহমান সাইক্লোন, কচি, সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সাবেক থানা কমান্ডার সিদ্দিকুর রহমান যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে লিয়াকত সিকদার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং আরও বলেন প্রতিবছর আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, সবার সহযোগিতা থাকলে, শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে সাধ্যমতো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি । আমাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।