সংযুক্ত আরব আমিরাতের শারজার ১০ নম্বর বাণিজ্যিক এলাকার জিকো সিগন্যালের পাশে বাংলাদেশি যৌথ মালিকানাধীন সান এন্ড স্টার্স রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রেস্টুরেন্টটির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন আমিরাতে দিনদিন বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ছে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান সুনাম অর্জন করছে। প্রবাসীদের সহযোগিতার প্রয়োজনীয়তা প্রয়োজন বলেও তারা বলেন।
মুহাম্মদ ওমর ফারুক, সুমন মিয়া ও আমিনুল ইসলামের মালিকানাধীন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিনিউটি ব্যাক্তিত্ব মুহাম্মদ শাহেদ ইসলাম, জাকারিয়া রাশেদ শহিদুল ইসলাম, জামাল উদ্দীন মিয়াজী, মুহাম্মদ বাবলু মজুমদার, আবুল কালাম মহিনউদ্দীন, লুৎফর রহমান, ফরিদ আহমদ, মহিন উদ্দীন, মুহাম্মদ হাছান, মুহাম্মদ দিদার।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলান মুহাম্মদ শাহীন।