বাংলা এক্সপ্রেস ডেস্কঃ আরব আমিরাতের শারজাহ জেলের একজন বন্দী সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর দুই মেয়ের বিয়েতে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছেন। গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
‘কারগার থেকে ২৬ ও ২৪ বছর বয়সী দুই মেয়ের বিয়েতে অংশ গ্রহণ করাটা কত যে আনন্দের তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।’ এভাবেই অনুভূতি প্রকাশ করলেন আর্থিক মামলায় শারজাহ কারাগারে থাকা ৫৭ বছর বয়সী এই বাবা। তিনি বলেন, সেদিন জেলের মধ্যেও অনান্য বন্দীদের নিয়ে জেল কর্তৃপক্ষ ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করে।কারাবন্দীদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়। তিনি শারজাহ প্রশাসনের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে শারজাহ জেলের মহাপরিচালক ব্রিগেডিয়ার আহমদ আবদুল আজিজ শুহাইল জানান, মানবিক দৃষ্টিতে শারজাহ জেল প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এই পদ্ধতির প্রচলন থাকবে বলেও জানান তিনি।