নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতির জন্য খ্যাতি অর্জন করা সিটির নতুন উপ-শাসক নিয়োগ দিয়েছেন শারাজার শাসক ড.শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি।
আজ সোমবার (৯ আগস্ট) শারজার শাসকের মেয়ের স্বামী শেখ সুলতান বিন আহমদ আল কাসিমিকে উপ-শাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও তাকে পুরো আমিরাতের ওয়েল কাউন্সিলর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
Drop your comments: