সংযুক্ত আরব আমিরাতের শারজায় উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন নাজমত আল জাইন টাইপিং সেন্টার৷ সেবামূলক প্রতিষ্ঠানটি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি করার পাশাপাশি লাইসেন্স সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে বলে জানান সত্ত্বাধিকারী এস এম মোদাচ্ছের শাহ।
উদ্বোধন করেন ব্যারিস্টার মীর হেলাল৷ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় স্পনসর সাইফ খালেদ রাইসি, ইঞ্জিনিয়ার সালাম খান, সাংবাদিক শীবলি আল সাদিক, জাহাঙ্গীর আলম সি আই পি, শাহিনুর শাহিন, নাসির চৌধুরী, শাহাদাৎ হোসেন সুমন, সেলিম সন্দিপি, সাইফুদ্দিন নয়ন, মুজিবুল হক মঞ্জু, শিমুল, মোহাম্মদ শাহেদ, জাকারিয়া রাশেদ, মোহাম্মদ হাসান, জি এম সাইফুল, নাসির আহমেদ, খোরশেদ আলম খান প্রমুখ।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা ব্যবসা বানিজ্য প্রসার করছে৷ ব্যবসা বানিজ্য করার জন্য বৈধ কাগজপত্র করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বিশ্বস্ততা অর্জন করবে। অনেকে আছেন ব্যবসা করতে চান কিন্তু লাইসেন্স করার ঝামেলা পোহাতে চান না বলে ব্যবসা করেন না। তাদের জন্য সহায়ক হিসেবে থাকবে এই টাইপিং সেন্টার। মোদাসসের শাহ কমিউনিটির পরিচিত মুখ এবং এই কাজে খুবই অভিজ্ঞতাসম্পন্ন। তার মাধ্যমে প্রবাসীরা ভালো সেবা পাবে বলে আশাবাদী।’
এ দিন সকালে নতুন ব্যবসার উন্নতি লাভের আশায় পবিত্র কুরআন খতম করা হয়েছে।