কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে লুডু খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা গেছে, শনিবার(১৯ জুন) রাত ৮টা সময় উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমানের পুত্র সবুজ রহমানের সাথে মোবাইলে লুডু খেলা নিয়ে একই এলাকার সহিদার রহমানের পুত্র মুকুল মিয়া (২৮), সাইফুল ইসলামের পুত্র মাহাবুর রহমানের (৩০) বাক-বিতর্ক হয়। পরে মুকুল মিয়া ও মাহাবুর রহমান এবং তাদের সংগীয়রা জিল্লুর রহমানের বাড়িতে প্রবেশ করে বাড়িতে স্ত্রী,পুত্র ও মাকে মারধর করে ঘরে থাকা গরু বিক্রি ও জমি ক্রয়ের জন্য ধার করা ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে।এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা আসলে দুর্বৃত্ত্বরা টিনের বেড়া ভেঙে পালিয়ে যায়। পরে রাতেই থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তোভোগী জিল্লুর রহমান।
রোববার(২০ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।