আজিজুর রহমান দুলালঃ লকডাউন অমান্য করায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫ দোকানের মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল ইসলাম। করোনা সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করায় এই জরিমানা করা হয়েছে।
১৪ই এপ্রিল (বুধবার) সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত এ অভিযান চালে। গোপালপুর বাজারের রোকেয়া বস্ত্রালয়কে ৫ হাজার টাকা, এছাড়া মাস্ক পরিধান না করার অপরাধে ২ জনকে ৪শত টাকা,আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের উৎসব লাইব্রেরীকে ২হাজার,রাজধানী টেইলার্স ২হাজার, বিসমিল্লাহ ফোম এন্ড পর্দা হাউজ ৩ হাজার,নন্দিতা বস্ত্রালয় ১০হাজার এবং সনতা বস্ত্রালয়কে ১০হাজার টাকা জরিমানা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল ইসলাম।