মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরে র্যাবের পৃথক দুটি অভিযানে ৯ কেজি ১০ গ্রাম ভারতীয় গাঁজাসহ মো. ইকবাল হোসেন(২৭)কে চৌগাছা এলাকা থেকে আটক করা হয়। অপর দিকে ঝিকরগাছা থানাধীন কাটাখালী এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু জাফর সিদ্দিকী রানা(৩৫)কে হাতেনাতে আটক করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) বিকেলে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলেন, চৌগাছা থানাধীন লসকারপুর গ্রামের মো. মফিজুল রহমানের ছেলে ইকবাল হোসেন ও ঝিকরগাছা থানার কাটাখালী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে আবু জাফর সিদ্দিকী রানা।
যশোর র্যাব ৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে চৌগাছা ও ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।