সিলেট প্রতিনিধিঃ রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে সামাজিক ছয়টি প্রজেক্ট সম্পন্ন করেছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা সামগ্রী, দরিদ্রদের মাঝে মশারি বিতরণ, কাপড় বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, গাছের চারা বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। জনসেবা মূলক কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ।
ক্লাব প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়ের, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর ফাহিম আহমেদ চৌধুরী, পিপি কাজী ময়নুল ইসলাম হেলাল,পিপি আজিজুর রহমান, এসিস্ট্যান্ট গভর্নর সামসুজ্জামান দুলন, রোটারি ক্লাব অব সিলেট গ্রীন এর প্রেসিডেন্ট ইলেক্ট হায়দর খান, ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইকবাল হুসেন, রোটারি ক্লাব অব সিলেট হিলটাউন এর ভাইস প্রেসিডেন্ট দিদার হুসেন, সিলেট সিটির ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শফিক উদ্দিন শফি, রোটারিয়ান সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, আসাদুজ্জামান রনি প্রমুখ।
এসময় বক্তারা সংগঠনটির জনসেবা মূলক কাজকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা জানান।